শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ৩ জুন, ২০২৩ (বাসস) : জেলা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনে ধাক্কা লেগে সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাণ হারিয়েছেন অটোরিকশায় থাকা বাবা-ছেলে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি পাকামুড়া এলাকা মো. সোহাগ (৩৪) ও তার ছেলে অটোরিকশাচালক সোহেল (১৪)।
স্থানীয় ভাবে জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি কালির বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বাসসকে বলেন, বিজয়পুর বাজারের রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা। পরে ট্রেনে আটকে আরও আধা কিলোমিটার ছেঁচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা বাবা-ছেলে দুইজনই ঘটনাস্থলে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় রাখা হয়েছে।