শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ৪ জুন, ২০২৩ (বাসস) : অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের ২০২২-২৩ অর্থ বছরের আওতায় কুমিল্লার বুড়িচংয়ে আজ বেলা ১১টায় ২ দিন ব্যাপী কৃষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের বুড়িচং উপজেলার আয়োজনে উপজেলার হলরুমে গত ২ দিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার কৃষি সম্প্রাসরণের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, কিশোর কুমার মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ সিরাজ উদ্দিন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ আফরিন আক্তার।
কৃষিবিদ মোসাঃ আফরিন আক্তার জানান, ২ দিনের প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে আম, মাল্টা, লেবু ও জলপাই’র চারাসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।