বাসস
  ০৪ জুন ২০২৩, ১৭:১৮

মাগুরায় স্মার্ট বাংলাদেশ বির্নিমানে করণীয় শীর্ষক আলোচনাসভা

মাগুরা, ৪ জুন ২০২৩ (বাসস): জেলায় আজ ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক’ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল কাদেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। 
জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা স্মার্ট গভর্নমেন্ট,স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি,স্মার্ট ইকোনোমি এই চারটি মূল নীতির উপর নির্ভর করে সকলের সহযোগিতায় আগামী ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।