বাসস
  ০৪ জুন ২০২৩, ১৮:৪১

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সসহ চার বিষয়ে কাজ হচ্ছে : পলক

নাটোর, ৪ জুন, ২০২৩ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মাইক্রোচিপস্ ডিজাইনিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত। 
তিনি বলেন, এই চারটি বিষয়ে আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই তরুণ প্রজন্মকে। কারন তারাই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে নেতৃত্ব দেবে।  
প্রতিমন্ত্রী আজ রোববার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, সমৃদ্ধির পথে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে আজকের প্রজন্ম। তাই তাদেরকে সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে দক্ষতা অর্জন করতে হবে।
পলক বলেন, ব্যক্তি, পরিবার ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি, প্রযুক্তির উৎকর্ষতা সাধন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ণে কাজ করছে সরকার। অন্যদিকে, আইনের কঠোর প্রয়োগ এবং সাইবার আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সাইবার জগতকে নিরাপদ রাখতেও কাজ হচ্ছে। 
২০৪১ সালের প্রযুক্তি নির্ভর মেধাবী উন্নত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তারুণ্যের অফুরান শক্তিকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে ডিজিটাল আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান ও পরামর্শে প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ। 
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সী’র মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন প্রমুখ।