শিরোনাম
পাবনা, ৪ জুন ২০২৩ (বাসস) : জেলায় আজ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় শতাধিক নারীর মধ্যে ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার দুপুরে সদর উপজেলা পরিষদের আবদুর রব বগা মিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণ গ্রহীতাদের হাতে চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সংস্থার সদস্য নিহার আফরোজ জলি প্রমুখ উপস্থিত ছিলেন।