বাসস
  ০৫ জুন ২০২৩, ১৩:১৯

বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বগুড়া, ৫.জুন, ২০২৩ (বাসস) : “সবাই মিলে করি পন ,বন্ধ হবে প্লাস্টিক  দূষণ“ এ্ প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ বগুড়ায় পালিত হলো  বিশ্ব পরিবেশ দিবস।   বগুড়ায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের  আয়োজনে দিবসটি  উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।  বেলা ১১ টায় জেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়।
বেলা সাড়ে ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচান সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এতে সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের  রাজশাহী বিভাগীয়  পরিচালক মুহা: আহসান হাবিব(উপসচিব) । সভার প্রধান অতিথি বলেন প্লস্টিক আমাদের পরিবেশ মারত্মক ভাবে দূষণ করছে ।  বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারলে  সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা পরিষদের চেয়ারম্যান ডা:মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিয়া সুলতানা।
আলোচনা সভা শেষে  শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকনের জন্য পুরস্কার বিতরণ করা হয়।