বাসস
  ০৬ জুন ২০২৩, ১৮:১২

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে সন্ধানী 

ঢাকা, ৬ জুন, ২০২৩ (বাসস): তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছে সন্ধানী বাংলাদেশ।
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেশব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ধানী বাংলাদেশ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী সন্ধানী বাংলাদেশের ৩৫টি ইউনিট এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে তরুণ চিকিৎসকরা তামাকের ক্ষতি থেকে জনসাধারণকে রক্ষায় এবং ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর খসড়া দ্রুত অনুমোদনের দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, দেশে তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। 
তারা আরও বলেন, তামাক ব্যবহারের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রণীত খসড়া সংশোধনী আসন্ন সংসদ অধিবেশনে উত্থাপন এবং পাশ করা হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতাগুলো দূর হবে।