শিরোনাম
সংসদ ভবন, ৭ জুন, ২০২৩ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্থানীয়ভাবে রোগীদের সংখ্যা যারা সাধারণত বিদেশে চিকিৎসা নিতে পছন্দ করে, দেশে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা থাকায় বিদেশে চিকিৎসা গ্রহণের হার আগের চেয়ে অনেক কমে এসেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে বলেন, চিকিৎসা সুবিধা আধুনিকায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল স্থাপনসহ চিকিৎসকদের দেশ-বিদেশে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে।
এমনকি বিশেষায়িত চিকিৎসকের মাধ্যমে অসংক্রামক রোগসহ অন্যান্য রোগের জন্য স্থানীয়ভাবে আধুনিক চিকিৎসা সুবিধাও দেয়া হচ্ছে বলে তিনি সংসদে জানান।