বাসস
  ০৭ জুন ২০২৩, ২০:১৬
আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:১৮

বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উত্তরণে আরেক ধাপ এগিয়ে যাবে : সরকারি দল

ঢাকা, ৭ জুন ২০২৩ (বাসস) : জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উত্তরণের পথে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।
তারা প্রস্তাবিত বাজেটকে দেশ ও জণগণের আশা আকাক্সক্ষা প্রতিফলনের রূপরেখা বলে উল্লেখ করে বলেন, এ বাজেট বর্তমান সরকার আমলের বিগত বাজেটগুলোর ধারাবাহিকতায় সফলভাবে বাস্তবায়িত হবে।
গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকার বাজেট পেশ করেন। আজ বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ৬ জুন সংসদে চলতি অর্থ বছরের সম্পুরক বাজেট পাস করা হয়।
আজ বাজেটের ওপর আলোচনায় অংশ নেন, সরকারি দলের রমেশ চন্দ্র সেন, মোতাহার হোসেন, নাজিম উদ্দিন আহমেদ, কাজী মনিরুল ইসলাম, সৈয়দা জাকিয়া নূর, বেগম রতœা আহমেদ, খালেদা খানম ও জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার এবার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছে। গতবারের চেয়ে এই বাজেট ২০ শতাংশ বেশি। করোনা পরবর্তী সময়ে এতো বড় বাজেট ঘোষণা সত্যিই দুরূহ ব্যাপার। এ বজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত- সমৃদ্ধির দিকে আরো এগিয়ে যাবে। যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাবে।
তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আমলের গত প্রায়  ১৫ বছরের দেশ জনগণের উন্নয়ন অগ্রগতির খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, কৃষিতে সার, সেচসহ চাষের উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দেশের মানুষের খাওয়া পরার কোন অভাব হয়নি। তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও  খাদ্য সহায়তার  ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে।
সরকারি দলের সদস্যরা বৈশ্বিক  মহামারি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপের কথা বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ করে বিনামূল্যে করোনার টিকা দিয়ে দেশের মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, তা থেকে দেশের মানুষকে তিনি পরিত্রাণ দিয়েছেন।
তারা বলেন, এতো অর্জন, সাফল্যের পরও দেশে ষড়যন্ত্র থেমে নেই।  উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিয়ে দেশকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, স্বাধীনতার ইতিহাস আবার বিকৃত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের মতোই জনগণ এ ষড়যন্ত্রের জবাব দেবে। আবারো আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিা করবে।
সরকারি দলের সদস্যরা বলেন, এতো প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে আগামীতেও এটা বজায় থাকবে। এ ধারাবাহিকতায় ঘোষিত সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত- সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিনত হবে।