শিরোনাম
নীলফামারী, ৮ জুন, ২০২৩ (বাসস) : জেলায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সকাল আজ ১০টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.কে.এম জাকিউজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
উদ্বোধন শেষে প্রশিক্ষণ পরিচালনা করেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি প্রকল্পের প্রশিক্ষক মো. আবু সায়েম। উক্ত প্রশিক্ষণে জেলার বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি প্রকল্প।