শিরোনাম
মাগুরা, ৮ জুন, ২০২৩ (বাসস): মাগুরায় ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সেগুনবাগিচা এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, রানা আমীর ওসমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ৬-দফার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।