বাসস
  ০৯ জুন ২০২৩, ১০:৩০

নড়াইলে জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

॥ সুলতান মাহমুদ ॥
নড়াইল, ৯ জুুন, ২০২৩ (বাসস) : জেলায় জনপ্রিয়তা পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান।
ইতোমধ্যে সদর উপজেলায় ৬২৯ জন কৃষক তাদের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করেছেন।এতে একদিনে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে,পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা।
পারিবারিক পুষ্টি বাগান করতে সার্বিকভাবে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গত তিন বছরে সদর উপজেলায় ৬২৯ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কারিগরি সহায়তা
প্রদান করা হয়েছে। এর মধ্যে চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে ৪০১ কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।
শাহাবাদ ইউনিয়নের নারায়নপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কৃষাণী মুসলিমা ও সাফিয়া বেগম জানান, কৃষি অফিসের সহযোগিতায় আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুুষ্টি বাগান করেছি।এতে আমাদের প্রয়োজনীয় সবজির চাহিদা পূরণ হবে। পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে লাভবান হবো। আশ্রয়ন প্রকল্পের
বাসিন্দা কৃষক জামাল মোল্যা জানান, আমি বাড়ির পাশে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় টাওয়ার ও বস্তা পদ্ধতিতে অল্প জায়গায় অধিক ফলনে লাউসহ সবজি চাষ করেছি।
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা। এ প্রকল্পের আওতায় কৃষি অফিসের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের-১০ বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বিনামূল্যে লাউ, করোলা, লালশাক, ধুন্দল, মিষ্টি
কুমড়া, বরবটি, ঢেড়স, ঝিঙ্গেসহ বিভিন্ন সবজি বীজ ও জৈব সার,বীজ সংরক্ষণের পাত্র,নেট বিনামূল্যে প্রদান করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, সদর
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: এনামুল হক, শাহাবাদ ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: জিয়াউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।