শিরোনাম
ভোলা, ৯ জুন ২০২৩ (বাসস): জেলার সদরে আজ ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় শহরের বাংলা স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচি উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
এবারের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক হালদার, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম আচার্য প্রমুখ।