শিরোনাম
নীলফামারী, ১০ জুন, ২০২৩ (বাসস) : জেলার সৈয়দপুরে চলছে তিন দিনের কৃষি মেলা। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টায় মেলা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। এসময় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, দিনাজপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শামীম আশরাফ ও রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. আব্দুস ছালাম।
রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আফতাব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, জানান, তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ১২টি স্টল স্থান পেয়েছে। আগামীকাল রোববার সন্ধ্যায় সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার পরিসমাপ্তি ঘটবে।