শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ১০ জুন, ২০২৩ (বাসস) : জেলায় আজ বেলা ১১টা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।এতে কুমিল্লাবাসীর স্বস্তি মিলছে। সকাল পৌনে ৭টার দিকে এক পশলা বৃষ্টি নামে ।
এ সময় কাথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা অনেকটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে স্বস্তি ফেরেনি। মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ায় ছিল ভ্যাপসা গরম।
শনিবার সকাল থেকে কুমিল্লা আকাশ মেঘলা ছিল । সকাল পৌনে ৭টার দিকে এক পশলা বৃষ্টি নামে। কিছুক্ষণ পর তা থেমেও যায়। সকাল ১০টা ৩১ মিনিটের দিকে নামে ঝুম বৃষ্টি। বেলা ১১টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলছে। এতে তাপমাত্রা কমায় স্বস্তি নেমেছে কুমিল্লাবাসীর জীবনে।
কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জীবন বাসসকে বলেন, মৃদু-মাঝারি তাপপ্রবাহ ও বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গত কয়েক দিন আবহাওয়া খুব অস্বস্তিকর ছিল। বাড়তি তাপমাত্রার পাশাপাশি বায়ুতে জলীয়বাষ্পের আধিক্য গরমের পরিস্থিতিকে চরম অস্বস্তিকর করে তুলেছিল। বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তথা বর্ষার বায়ু কুমিল্লা জেলাকে স্পর্শ করায় জেলা জুড়ে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে। কুমিল্লায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে চলমান অস্বস্তিকর গরমের অনুভূতি অনেকটাই হ্রাস পেয়েছে।