বাসস
  ১০ জুন ২০২৩, ১৩:৩১

জয়পুরহাটে সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ

জয়পুরহাট, ১০ জুন,২০২৩(বাসস) : জেলার সুগারক্রপ চাষের আধুনিক প্রযুক্তি শীর্ষক দিন ব্যাপী এক কৃষক / কৃষাণী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট জয়পুরহাট উপকেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট জয়পুরহাট উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুনির হোসেন ও জয়পুরহাট চিনিকলের উপ মহা ব্যবস্থাপক (কৃষি) আব্দুর রউফ প্রমূখ। আখ চাষে বিমুখ কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। প্রশিক্ষণে আখ চাষ সম্পর্কে সফলতা ও সচেতনতা মুলক বক্তব্য রাখেন আখচাষি ভারতী রানী তির্কী, আবু হেনা মোস্তফা কামাল, ইমদাদুল হক , আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলম । প্রশিক্ষণে জানানো হয় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট জয়পুরহাট উপকেন্দ্রের পক্ষ থেকে ২২৩ টি উন্নত মানের আখচাষ প্রদর্শনী প্ল­ট স্থাপন করা হয়েছে। আখের চাষ করে ফলন বৃদ্ধিসহ কিভাবে লাভবান হওয়া যায় সেই কৌশল বা আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ৩০ জন কৃষক/ কৃষাণী অংশ গ্রহণ করেন।