বাসস
  ১০ জুন ২০২৩, ১৯:৪৫

বগুড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মতবিনিময় সভা

বগুড়া, ১০ জুন ২০২৩ (বাসস): জেলায় আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুর ১২টায় জেলা যুব উন্নয়ন মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব মো. জহিরুল ইসলাম।  
জেলায় যুব যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আ. হামিদ খান। 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বড়শক্তি যুবসমাজ। শিক্ষিত হয়ে বসে না থেকে যুবরা নিজে উদ্যোক্তা হয়ে, আরও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ  সামনের  দিকে এগিয়ে চলছে।