শিরোনাম
মাগুরা, ১০ জুন ২০২৩ (বাসস) : সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন,‘বিদেশীদের কাছে ধরণা দিয়ে লাভ নেই। আগামী নির্বাচন সংবিধান সম্মতভাবেই সম্পন্ন হবে।’
আজ শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় গড়াই নদীর উপর লাঙ্গলবাধ-পাংশা ব্রীজের কাজ ও ওয়াপদা- লাঙ্গলবাধ- কুষ্টিয়া সড়ক পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত এ জনসভায় অংশ নেন মাহাবুব-উল আলম হানিফ ।
তিনি আরো বলেন, আলোচনায় বসতে কোন সমস্যা নেই। তবে অসাংবিধানিক কোন বিষয়কে ইস্যু করার সুযোগ নেই। আগামী নির্বাচনে দেশের জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকেই ক্ষমতায় দেখতে চায়। বিএনপি ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে। ২০২৯ সালের পরে তারা ক্ষমতায় যেতে পারবে কিনা সেই ধরনের স্বপ্ন তাদের দেখা উচিত’।
মাগুরা শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, রাজবাড়ি-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।
মাহাবুব উল হানিফ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সারা বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল। ঠিক সেই সময় বিএনপি-জামায়াত দেশে বিদেশে সরকার পতনের নানা ষড়যন্ত্র শুরু করেছে। ২০১২ সালে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের, আল মুজাহিদদের ফাঁসি হলো তখন থেকেই এই বিএনপি জামায়াত সরকার পতনের আন্দোলন শুরু করেছে।
তিনি বলেন, ২০১২ থেকে আজ ২০২৩ সাল বহু বছর চলে গেছে। বহু আন্দোলন জনগণ দেখেছে। কিন্তু শেখ হাসিনা সরকার এখনো ক্ষমতায় আছে। কারণ জনগণ বিএনপি-জামায়াতের পাশে নেই। যারা এতিমের টাকা আত্মসাৎ করে তাদের কথায় কি জনগণ যাবে, আন্দোলন করবে। প্রতিদিন তারা বিদেশী দূতাবাসে দৌঁড়াচ্ছেন। তাদের ধারণা বিদেশীরাই তাদের ক্ষমতায় বাসিয়ে দেবে। এই দেশের ক্ষমতার মালিক জনগণ। এই জনগণ যতদিন শেখ হাসিনার পাশে আছে ততদিন কারো সাধ্য নেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা।