বাসস
  ১১ জুন ২০২৩, ১২:০০

পিরোজপুরে কালিগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণ কাজ এগিয়ে চলেছে

পিরোজপুর, ১১ জুন,২০২৩ (বাসস) : পিরোজপুর-নেছারাবাদ সড়কের কালিগঙ্গা নদীর উপরে ১১৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই সেতুটির ১৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং ২০২৪-২০২৫ অর্থ বছরে সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ আশা প্রকাশ করছে।
এদিকে এ সেতুটির দু’প্রান্তের দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। নদীর দুই তীরের সংযোগ সড়ক তৈরির জন্য ১১.৩৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। দেড় কিলোমিটার সংযোগ সড়কের পিরোজপুর প্রান্তে ৭.৪৮ একর এবং স্বরূপকাঠী প্রান্তে ৩.৮৮ একর জমির মালিকদের সরকারি মূল্যের তিনগুণ টাকা দেয়া হয়েছে। এসব জমির উপরে গাছপালা, ঘরবাড়িসহ যাবতীয় স্থাপনারও ক্ষতিপূরণ প্রদান করেছে সরকার। দেড় কিলোমিটার সংযোগ সড়কের পিরোজপুর প্রান্তে ১ কিলোমিটার ও স্বরূপকাঠী প্রান্তে আধা কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। ৬শত মিটার দৈর্ঘ্য এবং ১৫.৩৫ কিলোমিটার প্রস্থের এ সেতুটির নির্মাণ কাজ শেষ হলে জেলা সদরের সাথে স্বরূপকাঠী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে এবং বানারীপাড়া উপজেলা ও বিভাগীয় শহর বরিশালের সাথে জেলা শহর পিরোজপুরের সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সেতুটি নির্মাণ কাজ শেষ হলে নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরের ৬টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, কৃষক-শ্রমিক এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ীসহ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম জানান ,কালিগঙ্গা সেতু ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হলে সন্ধ্যা নদীর পশ্চিম তীরের মানুষের জীবনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে। গুয়ারেখা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে ৬টি ইউনিয়নের লাখো মানুষ সন্ধ্যা নদী পার হয়ে স্বরূপকাঠী থেকে কাউখালী উপজেলার উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে মামলা-মোকর্দ্দমাসহ বিভিন্ন প্রয়োজনে জেলা শহর পিরোজপুরে যাতায়াত করে। এ সেতুটি চালু হলে সীমাহীন  দুর্ভোগ ও কষ্টের পরিসমাপ্তি ঘটবে এবং এ এলাকার মানুষের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।