বাসস
  ১১ জুন ২০২৩, ১৬:৫১

সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

সুনামগঞ্জ ১১ জুন, ২০২৩ (বাসস) : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২৩ উপলক্ষ্যে সুনামগঞ্জ  জেলায় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (১১ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ  জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা  মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতা আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, যুগান্তর প্রতিনিধি পীর মাহবুবুর রহমান,মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান  চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার,একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, আরটিভির প্রতিনিধি শহীদ নুর আহমদ ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাস প্রমুখ। 
সিভিল সার্জন জানান,আগামী ১৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ  জেলার ১২টি উপজেলায়  মোট ৩ লাখ ৫৮ হাজার ৪শ’ ৯৯ জন (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১২ উপজেলার ৮৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২হাজার ১৭৮টি টিকাদান কেন্দ্রে ৪হাজার ৫শ’৯২ জন স্বেচ্ছাসেবী একযোগে শিশুদের টিকা খাওয়াবেন। 
সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার জন্য একটি মনিটরিং টিম সার্বক্ষনিকভাবে কন্ট্রোলরুম থেকে  সকল কার্যক্রম মনিটরিং করবেন। এতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন।