বাসস
  ১১ জুন ২০২৩, ১৭:২৮

গাজীপুরে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

গাজীপুর, ১১ জুন, ২০২৩ (বাসস) : জেলার কালিয়াকৈরে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। 
আজ রোববার মাওনা-কালিয়াকৈর সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইন-চার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 
এসআই জানান ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।