বাসস
  ১১ জুন ২০২৩, ১৮:৪৩

শেখ হাসিনার কারামুক্তির দিবসটি ছিল প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস : আমু

ঝালকাঠি, ১১ জুন, ২০২৩ (বাসস): আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ২০০৮ সালের ১১ জুন বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার কারামুক্তির দিবসটি ছিল প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ রোববার ঝালকাঠির টাউন হলের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। সেনা শাসিত সরকারের পরিকল্পনা ছিল দুইনেত্রীকে বিদেশ পাঠিয়ে তারা দেশ শাসন করবে। আন্তর্জাতিক চাপের মুখে তারা (সেনা সরকার) নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। আর তার ক্ষমতায় আসার মধ্য দিয়ে আজ দেশ উন্নত দেশের মর্যাদা লাভ করেছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সুরুজ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ বক্তব্য রাখেন।