শিরোনাম
লালমনিরহাট, ১১ জুন, ২০২৩(বাসস) : জেলায় আজ 'তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণ' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
জেলা তথ্য কর্মকর্তা মো. মামুন অর রশিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিন।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি-সহ মোট ৬৫ জন অংশগ্রহন করেন।
জেলা তথ্য অফিসের উদ্যোগে ও লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভার তথ্য প্রচারে ব্যবহৃত বিভিন্ন স্মার্ট কৌশলের বর্ণনা, স্মার্ট কৌশল ব্যবহারের সুবিধা, গুজব প্রতিরোধে করণীয় ও তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার বৃদ্ধিতে অংশীজনের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।