বাসস
  ১২ জুন ২০২৩, ১১:০৬

জয়পুরহাটে দীর্ঘ তাপদাহের পরে স্বস্তির বৃষ্টি

জয়পুরহাট, ১২ জুন, ২০২৩ (বাসস) : দীর্ঘ তাপদাহের পরে সোমবার মধ্যরাতে জয়পুরহাটে স্বস্তির বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ না হলেও  সামান্য বৃষ্টিতেই জনজীবনে স্বস্তি নেমে আসে। এ বৃষ্টিপাতের ফলে আমনের বীজতলা তৈরি,  কলা, আখসহ সবজি ফসলের উপকার হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
স্থা নীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলায় সর্বশেষ বৃষ্টিপাত হয়েছিল গত এপ্রিল  মাসের  ২৩ তারিখে। সেখানে রেকর্ড করা হয়েছিল মাত্র ৮৬ পয়েন্ট ৫ মিলিমিটার বৃষ্টিপাত। দীর্ঘ  তাপদাহের পরে সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সকাল ৯ টা পর্যন্ত অব্যাহত থাকে। কৃষি বিভাগ বৃষ্টিপাত রেকর্ড করেছে ৯ পয়েন্ট ৮ মিলিমিটার। দীর্ঘ দিন পরে এ বৃষ্টিপাতের ফলে গুমোট আবহাওয়া এবং তাপদাহ অনেকটা কেটে গিয়ে কিছুটা পরিস্কার আকাশ ও ঠান্ডা হাওয়ার স্বস্তির নি:শ্বাস ফেলছে জেলার মানুষ। এ বৃষ্টিপাতের ফলে আমনের বীজতলা তৈরি, কলা, আখসহ  সবজি ফসলের ব্যাপক উপকার সাধিত হবে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। বোরো ধান কাটা মাড়াই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাঠে সামান্য কিছু ধান থাকতে পারে তবে এ বৃষ্টিতে তেমন ক্ষতির আশংকা নেই বলেও জানান তিনি।