শিরোনাম
বরিশাল, ১২ জুন, ২০২৩ (বাসস) : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে নারী-পুরুষ উভয় ভোটাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সরোজমিনে দেখাগেছে, নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬ কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১৭, ২১ ও ৯ নং ওয়ার্ডের প্রায় প্রতিটি কেন্দ্রে নারী, পুরুষ উভয় ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদান করছেন।
এ বিষয়ে নগরীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করতে আসা আলামিন তালুকদার ও আক্কাস হোসেন এবং সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে নারী ভোটার রিমা আক্তার ও স্বর্মিষ্টা ঘোষ বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে সময় একটু লাগলেও সিল দেয়ার চেয়ে সময় কম লেগেছে।
এ ব্যাপারে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশনের ইভিএম সমন্বয়কারী বাদল চন্দ্র অধিকারী জানান, এবারের বিসিসি নির্বাচনে সকাল থেকে দুপুর পর্যন্ত নারী-পুরুষ উভয় ভোটাদের উপস্থিতি বেশি । তবে এ মূহুর্তে কত ভাগ ভোট গ্রহণ করা হয়েছে তা বলা যাচ্ছেনা। কারণ ইভিএম পদ্ধতিতে শতাংশের হিসেব হয় না।
এ প্রসঙ্গে আলাপকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানায়, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ চলছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।