বাসস
  ১২ জুন ২০২৩, ১২:৩৪

লালমনিরহাটে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

লালমনিরহাট, ১২ জুন, ২০২৩ (বাসস) : রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায়  আজ ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ হামিদুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুজ্জামান সুজন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান।
আলোচনা সভা শেষে শতাধিক কৃষকের মাঝে আম ও মালটার চারা বিতরণ করা হয়। কৃষি সামগ্রী পরিচিতির জন্য মেলায় প্রদর্শনীর জন্য ১১টি স্টল রাখা হয়েছে।