বাসস
  ১৩ জুন ২০২৩, ১২:১৪

পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে অস্বচ্ছলদের জন্য চাল বরাদ্দ

পিরোজপুর, ১৩ জুন, ২০২৩ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচি এর আওতায় পিরোজপুর জেলায় ২ লক্ষ ৯৯ হাজার ১৮৭ জন দরিদ্র লোকের জন্য ৯০৯.৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
জেলার ৭ উপজেলা এবং ৪ পৌরসভার ৯০ হাজার ৯০৩ জন ভিজিএফ কার্ডধারীর প্রত্যেককে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেয়া হবে।  সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিরোজপুরের জেলা প্রশাসকের বরাবরে প্রেরিত এক পত্রে উল্লেখ করেছে যে, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। এছাড়া ও বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্রদের অগ্রাধিকার দেয়া যাবে। অস্বচ্ছল মুক্তিযোদ্ধার পরিবার এবং অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী পরিবারও এ ভিজিএফ চাল প্রাপ্তির অগ্রাধিকার এর তালিকায় থাকবে। পবিত্র ঈদ-উল-আযহার পূর্বেই দুস্থ অতিদরিদ্র ব্যক্তি,পরিবার যাতে করে এ সহায়তা পেতে পারে তার লক্ষ্যে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ইতোমধ্যেই উপজেলা ওয়ারী চালের বিভাজন করে উপজেলা নির্বাহী অফিসারদের বরাবরে এবং একই সাথে পৌর এলাকার বিভাজন পত্র পৌর মেয়রদের বরাবরে প্রেরণ করেছেন। পিরোজপুর সদর উপজেলার ৮ হাজার ৮১৬টি কার্ডের বিপরীতে ৮৮.১৬০ মেট্রিক টন। ভান্ডারিয়ায় ১০ হাজার ৭টি কার্ডের বিপরীতে ১০০.০৭০ মেট্রিকটন।কাউখালীতে ১০ হাজার ২১৭ টি কার্ডের বিপরীতে ১০২.১৭০ মেট্রিক টন। মঠবাড়িয়ায় ১৬ হাজার ৮০৬টি কার্ডের বিপরীতে ১৬৮.০৬০ মেট্রিক টন। নাজিরপুরে ১১ হাজার ১৮৮টি কার্ডের বিপরীতে ১১১.৮৮০ মেট্রিকটন। নেছারাবাদে ১১ হাজার ৫২৪ টি কার্ডের বিপরীতে ১১৫.২৪০ মেট্রিক টন এবং ইন্দুরকানীতে ৬ হাজার ৯৯২ টি কার্ডের বিপরীতে ৬৯.৯২০ মেট্রিক টন চাল এর বিভাজন পত্র প্রেরণ করা হয়েছে। একই সাথে পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া এবং নেছারাবাদ পৌরসভার প্রতিটিতে ১ হাজার ৫৪০ টি কার্ডের বিপরীতে ১৫.৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন নীতিমালা অনুযায়ী ভিজিএফ উপকারভোগী বাছাই করে ঈদ-উল-আযহার পূর্বে চাল বিতরণের নির্দেশ সংশ্লিষ্টদের প্রদান করা হয়েছে। তিনি বলেন চাল বিতরণে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।