শিরোনাম
বগুড়া, ১৩ জুন ২০২৩ (বাসস) : জেলার আদমদীঘি উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিফ-২, ২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা দু’টায় উপজেলা পরিষদ চত্বরে সাতশ’জন কৃষকদের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।