শিরোনাম
জয়পুরহাট, ১৩ জুন ২০২৩ (বাসস) : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার আক্কেলপুর উপজেলায় আজ থেকে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৩ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম আকন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে এসময় আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদ আলী, আক্কেলপুর পৌরসভার মেয়র সহিদুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় কৃষি আধুনিকীকরনে ব্যবহৃত আধুনিক কৃষি উপকরণ এবং সেগুলোর ব্যবহার বিষয়ে ২১ টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।