বাসস
  ১৩ জুন ২০২৩, ১৯:৫৭

বান্দরবানে তুলা চাষি সমাবেশ

বান্দরবান, ১৩ জুন ২০২৩ (বাসস) : জেলায় আজ ২০২২-২৩ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন’ প্রকল্পের আওতায় তুলা চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তুলা উন্নয়ন বোর্ডের বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন মৃধার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং অং খুমী। 
এ কৃষক সমাবেশে পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মংসানু মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন প্রকল্পের তুলা উন্নয়ন কর্মকর্তা নুম্যামং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। 
এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকার দুইশ’জন তুলা চাষি উপস্থিত ছিলেন।