শিরোনাম
সিলেট, ১৩ জুন, ২০২৩ (বাসস) : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শন শুরু করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডের নির্ধারিত স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন গণমাধ্যমকে জানান, পুরো সিটির ৪২টি ওয়ার্ডে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এবার ভোট গ্রহন করা হবে। তাই, প্রচারণায় ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে নগরীর ৪২ ওয়ার্ডের সাধারণ ভোটারদের অবহিত করার জন্য এ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে কোন দ্বিধা ছাড়াই সহজে ভোট দিতে পারেন সেজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় প্রদর্শনীর মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
সিসিকের নির্বাচনী এলাকার ৪২টি ওয়ার্ডে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মাধ্যমে ইভিএম প্রদর্শনীর তারিখ ও সময় সূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ১৩ জুন সিলেট নগরীর ১ নং ওয়ার্ডের দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ জুন ২ নং ওয়ার্ডের মদন মোহন কলেজ, ১৫ জুন ৩ নং ওয়ার্ডের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ১৬ জুন ৪ নং ওয়ার্ডের মজুমদারী হাউজিং এস্টেট, ১৩ জুন ৫ নং ওয়ার্ডের চৌকিদেখী বাজার, বাদামবাগিচা, ১৫ জুন ৬ নং ওয়ার্ডের কলবাখানি শাহী ঈদগাহ, ১৩ জুন ৭ নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকা মসজিদ সংলগ্ন এবং সুবিদ বাজার পয়েন্ট, ১৪ জুন ৮ নং ওয়ার্ডের নোয়াপাড়া এবং নয়াবাজার, ১৪ জুন ৯ নং ওয়ার্ডের বর্ণমালা পয়েন্ট বাগবাড়ী এবং মদিনা মার্কেট পয়েন্ট, ১৪ জুন ১০ নং ওয়ার্ডের ডহর প্রাথমিক বিদ্যালয়, ডহর, ১৪ জুন ১১ নং ওয়ার্ডের মধুশহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫ জুন ১২ নং ওয়ার্ডের শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩ জুন ১৩ নং ওয়ার্ডের জিতু মিয়া পয়েন্ট (কাজির বাজার ব্রীজের পাশে), ১৪ জুন ১৪ নং ওয়ার্ডের সার্কিট হাউজের সামনে (কীন ব্রীজের পাশে), ১৫ জুন ১৫ নং ওয়ার্ডের মিরাবাজার পয়েন্ট (কিশোরী মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে), ১৩ জুন ১৬ নং ওয়ার্ডের তাঁতীপাড়া ও নয়াসড়ক পয়েন্ট, ১৪ জুন ১৭ নং ওয়ার্ডের কাজিটুলা বাজার, দরগাগেইট ও লোহারপাড়া পয়েন্ট, ১৫ জুন ১৮ নং ওয়ার্ডের মিরাবাজার ও কুমারপাড়া পয়েন্ট, ১৩ জুন ১৯ নং ওয়ার্ডের দপ্তরিপাড়া পয়েন্ট (মনিরের দোকানের পাশে), ১৪ জুন ২০ নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, ১৫ জুন ২১ নং ওয়ার্ডের সোনারপাড়া পয়েন্ট, ১৩ জুন ২২ নং ওয়ার্ডের উপশহর এবিসি পয়েন্ট, ১৪ জুন ২৩ নং ওয়ার্ডের মাছিমপুর বাজার পয়েন্ট, ১৫ জুন ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট বাজার পয়েন্ট, ১৩ জুন ২৫ নং ওয়ার্ডের খোজারখলা মারকাজ পয়েন্ট ও কায়স্থরাইল সংলগ্ন পয়েন্ট, ১৪ জুন ২৬ নং ওয়ার্ডের কদমতলী ও চাঁদনীঘাট পয়েন্ট, ১৫ জুন ২৭ নং ওয়ার্ডের হবিনন্দী ও শিববাড়ি পয়েন্ট, ১৩ জুন ২৮ নং ওয়ার্ডের মোহাম্মদ মকন হাইস্কুল ও কলেজ, গোপশহর, ১৪ জুন ২৯ নং ওয়ার্ডের লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ জুন ৩০ নং ওয়ার্ডের মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জৈনপুর, ১৩ জুন ৩১ নং ওয়ার্ডের মুরাদপুর পয়েন্ট ও মুক্তিরচক প্রাইমারি স্কুলের সামনে, ১৪ জুন ৩২ নং ওয়ার্ডের মিরাপাড়া আবদুল লতিফ স্কুল ও দেবপুর প্রাইমারি স্কুল, ১৫ জুন ৩৩ নং ওয়ার্ডের নিপবন ও শাহপরাণ মাজারের পাশে, ১৩ জুন ৩৪ নং ওয়ার্ডের বহর কলোনী হযরত শাহপরাণ ও কৃষ্ণগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরাণ, ১৪ জুন ৩৫ নং ওয়ার্ডের মেজরটিলা বাজার ও বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ জুন ৩৬ নং ওয়ার্ডের নতুন বাজার ও বালুচর ছড়ারপাড়, ১৩ জুন ৩৭ নং ওয়ার্ডের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ জুন ৩৮ নং ওয়ার্ডের রাশিদিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশের ভবন, ১৫ জুন ৩৯ নং ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়, টুকেরবাজার, ১৩ জুন ৪০ নং ওয়ার্ডের ইসরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুচাই, ১৪ জুন ৪১ নং ওয়ার্ডের সৈয়দা নুরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমভাগ আবাসিক এলাকা, কুচাই, ১৫ জুন ৪২ নং ওয়ার্ডের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর কেন্দ্রে ইভিএম প্রদর্শন করার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট ৪২টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ১৯০টি, যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।