বাসস
  ১৪ জুন ২০২৩, ১৪:৫৮

বুড়িচংয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ১৪ জুন, ২০২৩ (বাসস) : জেলার বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২, ২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রাঙ্গনে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার বাসসকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২, ২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার  বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিন কবির, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।