শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ১৪ জুন, ২০২৩ (বাসস) : আগামী রোববার (১৮ জুন) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের ৪ হাজার ৫শ’ ৩২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ১৬ হাজার ৫০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৫১ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮শ’ ৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বাসসকে বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। । এ ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। তিনি আরোও বলেন, গত ২০ ফেব্রুয়ারি যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে তা ৯৯ ভাগ সফল হয়েছে। আমরা আশা করছি আসন্ন ক্যাম্পেইনটিও সফল হবে। এজন্য সকল অভিভাবক এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।