বাসস
  ১৪ জুন ২০২৩, ২০:৫৬

সিলেটে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সভা শুরু 

ঢাকা, ১৪ জুন, ২০২৩ (বাসস):  ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র কর্মকর্তাদের কমিটির (সিএসও) দুই দিনব্যাপী সভা আজ সিলেটে শুরু হয়েছে। আইওআরএ’র বর্তমান চেয়ার বাংলাদেশ ১৩-১৪ জুন আইওআরএ’র ১৩তম দ্বি-বার্ষিক সিএসও সভার আয়োজন করেছে। 
এক সরকারি বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, ২৩টি আইওআরএ সদস্য রাষ্ট্র এবং আইওআরএ সচিবালয়ের ৭৫ জন  প্রতিনিধি  সিএসও’তে যোগ দিয়েছেন। তারা এই সভায় আইওআরএ’র ছয়টি অগ্রাধিকার এবং দুটি নির্বাচিত ক্ষেত্রের  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এসব আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- সামুদ্রিক সুরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা সম্পর্কিত, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা, সুনীল অর্থনীতি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন।সভায়
প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং পারস্পারিক সংযোগ প্রসারসহ  অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একটি ভিডিও বার্তার মাধ্যমে ১৩তম দ্বি-বার্ষিক সিএসও উদ্বোধনের ঘোষণা দেন।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় প্রবৃদ্ধির জন্য অনুন্মোচিত ও অনাবিস্কৃত বিপুল সম্ভাবনার অণে¦^ষনকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে, আরো ঘনিষ্টভাবে পারস্পারিক আলাপ-আলোচনা, ধারণা বিনিময় এবং সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সদস্য  দেশগুলোকে  একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার অনুরোধ করেন।
সভায় সভাপতিত্বের পাশাপাশি সূচনা বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
উদ্বোধনী অধিবেশনে আইওআরএ মহাসচিব ড. সালমান আল ফারিসি, ভাইস-চেয়ার ও বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরতেœ, আইওআরএ’র সাবেক চেয়ার আহমেদ আলবাদাউই, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বক্তব্য রাখেন।