বাসস
  ১৪ জুন ২০২৩, ২১:৩৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ নির্বাচনে আবারও নৌকামার্কায় ভোট দিন : আমু

ঝালকাঠি, ১৪ জুন, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকামার্কায় ভোট দিতে দেশের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 
আমির হোসেন আমু বলেন, বিএনপির জ¦ালাও পোড়াও আন্দোলনের মধ্যেও বর্তমান সরকার কৃষকদের হাতে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও ওষুধ পৌঁছে দিয়েছে। এ কারণে ফসলের উৎপাদন ব্যাহত হয়নি। আমাদের দেশে শুধু ধানই নয়, সর্বক্ষেত্রে উৎপাদন বেড়েছে। 
তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফসী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেককে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস-চেয়ারম্যান মঈন তালুকদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।