শিরোনাম
দিনাজপুর, ১৭ জুন, ২০২৩ (বাসস) : ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে ঈদুল আযহার জামাতে অংশগ্রহণের জন্য বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিদের সুবিধার্থে এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার দুপুর ২টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চনে জেলা প্রশাসনের আয়োজনে শহরে গোর এ শহীদ বড় ময়দানে পবিত্র-ঈদ-উল আযহা নামাজের জামায়াত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি তার বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি বলেন- ঈদুল আযহার দিনে ধর্মপ্রাণ মুসুল্লিদের জন্য পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর বিশেষ ট্রেনটি চলাচল করবে।
আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিনাজপুর ৪২ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মমিনুল করিম, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডা. এএইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ প্রমুখ।
জেলা প্রশাসক শাকিল আহমেদ তার বক্তব্যে বলেন, ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এখানে ইমামতি করেন ইমাম মাওলানা শামশুল হক কাশেমী। এছাড়া জেলার অন্যান্য আলেম ওলামাগণ উপস্থিত থেকে নামাজের পূর্বে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবেন। প্রতিবারে মতো এবারো পুরো ঈদগাহ মাঠ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ জন্য প্রশাসন সব ধরনের নিরাপত্তা গ্রহণ করেছে।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ মোবাইল ফোনে জানান, গোড়-এ শহীদ বড় ময়দানে ঈদগাহ মাঠ জুড়ে নামাজ চলাকালিন সময়ে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। ঈদের দিন সকাল ৭টা থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসতে পারবেন। মোট ১৭টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধুমাত্র জায়নামায ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ১১০টি মাইক বসানো ছাড়াও ইমাম সাহেবকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ১৫০ মুক্কাবির নিয়োজিত থাকবেন। মাঠের পাশে থাকবে স্বাস্থ্য ক্যাম্প। ওজু করতে যেন অসুবিধা না এজন্য ২৫০টি ওযুখানা এবং পানি খাবার ব্যবস্থা রাখা হবে। দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে এবার নবম বারের মত ঈদের জামায়াত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সব কাজের জন্য জেলা প্রশাসন এবং পুলিশের পৃথক দু’টি মনিটরিং সেল থাকবে। ওই সেল টাওয়ার থেকে আইন শৃঙ্খলা বাহিনী ডোন চালিয়ে মুসুল্লিদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। ঈদের ৭দিন আগে থেকে ঈদগাহ মাঠে নিরাপত্তা দায়িত্ব পুলিশ বাহিনীর হাতে নিয়োজিত থাকবে বলে জানানো হয়।