শিরোনাম
কুমিল্লা, ১৭ জুন, ২০২৩ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ এতটা দুর্বল দল নয় যে বিএনপি'র হুমকি ধামকিতে অসাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সম্ভব উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে এরই মধ্যে তার প্রমাণ তিনি দিয়েছেন।
শনিবার লাকসাম উপজেলা পরিষদে মো. তাজুল ইসলাম সভাকক্ষে স্থানীয় আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম, জোর করে গণতন্ত্র চাপিয়ে দেওয়ার পরিণাম তুলে ধরে বলেন, আমরা ইরাক, সিরিয়া ও লিবিয়াতে গণতন্ত্রের নামে এসব জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ঘটনা দেখতে পেয়েছি। বাংলাদেশে এধরনের কোন গণতন্ত্র আমরা চাই না। মন্ত্রী আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জনগণের কাছে গিয়ে বিএনপি জামাত কর্তৃক সৃষ্ট বিভ্রান্তি দূর করার আহ্বান জানান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এখনো নানা বাধা অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে।
সভায় লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে মাদকমুক্ত লাকসাম গড়ার শপথ নেওয়ার আহবান জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইঁয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। এতে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহব্বত আলী।