বাসস
  ১৮ জুন ২০২৩, ১৪:১৭

পিরোজপুরে ঈদ উল আযহা উদযাপনে প্রস্তুতি সভা

পিরোজপুর, ১৮ জুন, ২০২৩ ( বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা যথাযথ মর্যাদায়  উদযাপনের লক্ষ্যে পিরোজপুরে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায়  এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবী রায়, উপজেলা নির্বাহী অফিসার, চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ইমাম সমিতির জেলা সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ-উল আযহার দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি- আধাসরকারি, স্বায়তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন, তোরণ নির্মাণ, হাসপাতাল, শিশু সদন, কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত গৃহিত হয়। পিরোজপুরে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় ঈদ গাহ মাঠে। এছাড়া সকাল সাড়ে ৭টায় ২য় ও এবং সকাল ৮টায় ৩য় জামায়াত অনুষ্ঠিত হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান, জেলায় পশুর কোন ঘাটতি নাই ৩৩ হাজার ৫শত টি পশুর বিপরীতে প্রায় ৪০ হাজার পশু রয়েছে।