বাসস
  ১৯ জুন ২০২৩, ১৮:৩০
আপডেট  : ১৯ জুন ২০২৩, ১৮:৩৪

সিলেট সিটি নির্বাচন : আজ শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা

সিলেট, ১৯ জুন, ২০২৩ (বাসস) : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের শেষ পর্যায়ে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট নগর। আজ সোমবার মধ্যরাতে শেষ হবে নির্বাচনী প্রচারণা।
এরই মধ্যে নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ জুন বুধবার সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে শেষ দিনে প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচারপত্র বিলি, মাইকিং, পথসভা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন। দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামি আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম। অন্য চার জন স্বতন্ত্র প্রার্থী হলেন মো. শাহ জাহান মিয়া, আব্দুল হানিফ কুটু, মোশতাক আহমদ রউফ মোস্তফা ও ছালাহ উদ্দিন রিমন।
আট মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন ভোটাররা।
এদিকে নির্বাচনকে সামনে রেখে গত শনিবার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট সিটি বিনির্মাণে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। গতকাল রবিবার অপর প্রার্থী নজরুল ইসলাম ২১ দফা ইশতেহারে পরিকল্পিত আধুনিক নগরীর প্রতিশ্রুতি দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মোট কেন্দ্র থাকছে ১৯০টি। যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫টি। সবগুলো কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। ঢাকা থেকে সবগুলো কেন্দ্র সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।
৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।