বাসস
  ১৯ জুন ২০২৩, ১৯:০৫

সুরমার পানি বিপদসীমার উপরে

সিলেট, ১৯ জুন, ২০২৩ (বাসস) : টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১৮ ঘণ্টার ব্যবধানে পানি প্রবাহ ফের বিপদসীমা অতিক্রম করেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোটোবড় নদীর পানি বাড়ছে। সুরমার পানি গত শনিবার বিকেলে সীমান্তবর্তী কানাইঘাটে বিপদসীমা অতিক্রম করে। পরে, পানি কিছুটা কমে বিপদসীমার নিচে গেলেও আজ সোমবার ৯ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে এই পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বাড়লেও বিপদসীমার নিচে অবস্থান করছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত এই পয়েন্টে পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার। বর্তমানে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
তবে, কুশিয়ারা নদীর পানি বাড়ার প্রবণতা তুলনামূলক কম। এছাড়া সীমান্তনদী পিয়াইন, ধলাই, সারির পানিও বাড়ছে। এতে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাটসহ সীমান্তবর্তী উপজেলাগুলোর নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। 
আগামী ২১ জুন বুধবার সিলেট সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে নগরে যখন উৎসব আমেজ তখন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রার্থীরা কিছুটা আতঙ্কে রয়েছেন। দ্রুত পানি বাড়লে বিভিন্ন ভোটকেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।
আজ বুধবার আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। সারাদিনের বৃষ্টি উপেক্ষা করে প্রার্থী-সমর্থকরা প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। কোনো সেন্টারে যদি পানি উঠে তাহলে তাৎক্ষণিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।