বাসস
  ২০ জুন ২০২৩, ১৮:৪৩

সুন্দরবনে জেলে অপহরণের সাথে জড়িত দুই দস্যু গ্রেফতার : অস্ত্র উদ্ধার

বাগেরহাট, ২০ জুন, ২০২৩ (বাসস) : বাগেরহাটে সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের সাথে জড়িত  বনদস্যু   বাহিনীর দুই সদস্য রেজাউল মুন্সি (৩২) ও ইসমাইল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। 
খুলনা ও শরণখোলায় পৃথক অভিযান চালিয়ে  দস্যুদের গ্রেফতার করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। 
এসময় সুন্দরবনের ভেতর থেকে দেশীয় তৈরি ৩টি একনলা বন্ধুক, ১০ রাউন্ড কার্তুজ, ২টি গাছি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও টাকা আদায়ের হিসেব রাখার একটি খাতা উদ্ধার করা হয়। 
মঙ্গলবার (২০ জুন) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক।
তিনি বলেন, গ্রেফতারকৃত রেজাউল মুন্সি শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের আশরাফ আলীর ছেলে এবং ইসমাইল হোসেন একই গ্রামের জয়নাল সরদারের ছেলে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে খুলনার জেল খানা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভোর রাতে ইসমাইলের তথ্যানুযায়ী শরণখোলা থেকে দস্যু রেজাউল মুন্সিকে গ্রেফতার করা হয়। পরে ভোরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের ভেতর থেকে  অস্ত্র উদ্ধার করা হয়।