বাসস
  ২০ জুন ২০২৩, ১৯:৪৩

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা 

খাগড়াছড়ি, ২০ জুন ২০২৩ (বাসস) : ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মাহমুদ।
এ অনুষ্ঠানে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং, সচেতনতা তৈরি এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।