বাসস
  ২১ জুন ২০২৩, ১১:৫৩

নাটোরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

নাটোর, ২১ জুন, ২০২৩ (বাসস) : জেলার ১৩টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের দুই দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকাল নয়টায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার মধ্যপ্রাচ্যে আমাদের জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম প্রবর্তন করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা অর্জন করতে হবে। আর এ দক্ষতাকে ব্যবহার করে শ্রেণীকক্ষে যথাযথ পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান।