বাসস
  ২১ জুন ২০২৩, ১৮:৩৬

বাংলাদেশ আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

ঢাকা, ২১ জুন, ২০২৩ (বাসস): ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
আজ বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আইসিআইসি’র ১৪তম সম্মেলনে বিশ্বের ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ হবে আগামী তিন বছর।
এই আন্তর্জাতিক সংস্থার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক ১৯-২১ জুন ম্যানিলায় অনুষ্ঠিত ১৪তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
আইসিআইসি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বাসস’কে টেলিফোনে বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশের এই অর্জন খুবই সম্মানজনক এবং তা ভবিষ্যতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’