শিরোনাম
কক্সবাজার, ২১ জুন, ২০২৩ (বাসস) : নরওয়েজিয়ান জিওটেকনিক্যাল ইনস্টিটিউটের (এনজিআই) সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি ভূমিধস ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় কক্সবাজারে ভূমিধসের আগাম সতর্কতা ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করবে।
ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এ প্রকল্পের অর্থায়ন করবে।
আজ এখানে ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনডিপি ওএনজিআই’র যৌথ আয়োজনে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য বর্ষায় ভূমিধসের ঝুঁকি এবং কীভাবে ঝুঁকি কমানো যায় এবং স্থিতিস্থাপকতা তৈরি করা যায়, সে বিষয়ে আলোচনা করতে কক্সবাজারে ভূমিধসের ঝুঁকি ব্যবস্থাপনার ওপর একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এবং এর মধ্যে ভূমিধস একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
ইমরান বলেন, ‘কক্সবাজারে ভূমিধসের ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমিত করার জন্য এই কর্মশালাটি আমাদের একত্রিত হওয়ার, আমাদের দক্ষতা একত্রিত করার এবং কার্যকর কৌশল চিহ্নিত করার জন্য একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
তিনি ইউএনডিপি ও নরওয়েজিয়ান জিওটেকনিক্যাল ইনস্টিটিউট এবং নরওয়েজিয়ান দূতাবাসকে এই অঞ্চলে ভূমিধসের বিধ্বংসী প্রভাব প্রশমিত করতে কক্সবাজারে এই ভূমিধসের আগাম সতর্কতা ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর-সেভেনডসেন কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তৃতাকালে রাষ্ট্রদূত বলেন, ‘জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অন্যতম প্রধান উপায়। ভূমিধস যেহেতু এখানে ও অন্যান্য পার্বত্য জেলায় সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং বারবার ঘটে যাওয়া বিপদগুলোর অন্যতম, তাই প্রকল্পটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দুর্যোগ মোকাবেলার শক্তি বাড়াবে।
রাষ্ট্রদূত ভূমিধসের ঝুঁকি কমাতে সম্মিলিত পদ্ধতির ওপর জোর দেন।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘ইউএনডিপি ২০১০ সাল থেকে ব্যাপক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে কক্সবাজারে ভূমিধসের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থী আগমনের পর থেকে ইউএনডিপি কক্সবাজারে ভূমিধসের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পটি ইউএনডিপির নতুন প্রচেষ্টা নয়, বরং এটি পূর্ববর্তী উদ্যোগগুলো থেকে অর্জিত সম্মিলিত জ্ঞানের চূড়ান্ত প্রতিফলন। আমরা কার্যকরী ভূমিধসের ঝুঁকি ব্যবস্থাপনা, সহনশীলতা তৈরির জন্য সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা এবং রোহিঙ্গা স্থানীয় জনগোষ্ঠীকে দুর্যোগ ও জলবায়ুু-সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা করতে এ প্রকল্পটি প্রণয়ন করেছি।’
স্টেফান আরও বলেন, ‘ইউএনডিপির লক্ষ্য ব্যক্তির ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা এবং কক্সবাজার জেলার সকল বাসিন্দার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।’
ইউএনডিপি বাংলাদেশের জাতীয় দুর্যোগ ঝুঁকি বিশেষজ্ঞ পঙ্কজ পাল ও এনজিআই’র রাজিন্দর কুমার ভাসিন বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ (জিএসবি) এবং ইউএনডিপি-র অংশীদারিত্বে তৈরি স্থানীয় ভূমিধসের আগাম সতর্কতা এবং বৃষ্টিপাত পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের ডিজাস্টার অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আবদল্লাহ খান এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের পরিচালক সালমা আক্তার।
রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ডিএমসি), শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি), ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি), সেক্টরাল গ্রুপ, ইউএন এজেন্সি, বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় এনজিওসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে অংশ নেয়।