বাসস
  ২২ জুন ২০২৩, ১৩:৩০

শরীয়তপুরে তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান

শরীয়তপুর, ২২ জুন, ২০২৩ (বাসস) :  জেলায় আজ তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ২৫০ জন নারী উদ্যোক্তাকে ১৪ লক্ষ ৭০ হাজার ৭৫০ টাকা ভাতা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যা. মো: জাহাঙ্গীর হোসেন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর।
 প্রধান অতিথি জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, নারীর হাতের ছোঁয়া ব্যতিত কোন সংসারেরই প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাইতো বর্তমান জনবান্ধব এ সরকার নারীর ক্ষমতায়নের মাধ্যমে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে নারীদের আয়ের পথও সুগম করতে কাজ করে চলেছেন। এ নারী উদ্যোক্তাদের পরিশ্রমের বদৌলতেই এ তৃণমূলও আগামীতে হয়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি।