শিরোনাম
সিলেট, ২২ জুন, ২০২৩ (বাসস) : সদ্য-সমাপ্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে বেসরকারি ফলাফল যারা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ জুন) রাতে সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বেসরকারিভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল বুধবার (২১ জুন) অনুষ্ঠিত সিসিক নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী নগরীর ১ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন সৈয়দ তৌফিকুল হাদী। ২ নম্বর ওয়ার্ডে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিক্রম কর সম্রাট। ৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী আবুল কালাম আজাদ লায়েক। ৪ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন শেখ তোফায়েল আহমেদ শেফুল। ৫ নম্বর ওয়ার্ডে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ। ৬ নম্বর ওয়ার্ডে টানা পাঁচবারের মতো জয় পেয়েছেন বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। ৭ নম্বর ওয়ার্ডে জয় পাওয়া সায়ীদ মোঃ আবদুল্লাহ।
৮ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ। ৯ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন বর্তমান কাউন্সিলর মোঃ মখলিছুর রহমান কামরান। ১০ নম্বর ওয়ার্ডে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন তারেক উদ্দিন তাজ। ১১ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন সাবেক কাউন্সিলর আবদুর রকিব বাবলু। ১২ নম্বর ওয়ার্ডে বিজয়ী বর্তমান কাউন্সিলর মোঃ সিকন্দর আলী। ১৩ নম্বর ওয়ার্ডে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত। ১৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী বর্তমান কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মুনিম। ১৫ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন বাকের। ১৬ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বর্তমান কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ। ১৭ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন বর্তমান কাউন্সিলর রাশেদ আহমদ।
১৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল। ১৯ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন এস এম শওকত আমীন বাকের।
২০ নম্বর ওয়ার্ডে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ২১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোঃ আবদুর রকিব তুহিন। ২২ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন মোঃ ফজলে রাব্বি চৌধুরী। ২৩ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমেদ। ২৪ নম্বর ওয়ার্ডে বিজয়ী হুমায়ুন কবির। ২৫ নম্বরে জয় পাওয়া তাকবির ইসলাম পিন্টু। ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন। ২৭ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন আবদুল জলিল নজরুল। নবগঠিত ওয়ার্ডগুলোর মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন রায়হান হোসেন। ২৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মাজহারুল ইসলাম শাকিল। ৩০ নম্বর ওয়ার্ডে বিজয়ী মো. রকিব খান। ৩১ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর নজমুল হোসেনের। ৩২ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রুহেল আহমদ।
৩৩ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন দেলোয়ার হোসেন নাদিম। ৩৪ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন জয়নাল আবেদীন। ৩৫ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন জাহাঙ্গীর আলম। ৩৬ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন হিরণ মাহমুদ নিপু। ৩৭ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন রিয়াজ মিয়া। ৩৮ নম্বর ওয়ার্ডে জিতেছেন মোঃ হেলাল উদ্দীন।৩৯ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন আলতাফ হোসেন সুমন। ৪০ নম্বর ওয়ার্ডে লিটন আহমদ।৪১ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন ফখরুল আলম ও ৪২ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন মতিউর রহমান।
এছাড়া সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ ওয়ার্ডে নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর হিসেবে যারা নির্বাচিত হলেন-
১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। ২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। ৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু। ৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছাঃ রুহেনা খানম মুক্তা। ৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু। ৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। ৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা। ৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শারমিন আকতার রুমি। ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ছমিরন নেছা। ১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন কলি। ১১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সাজেদা বেগম। ১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছাঃ হজেরা বেগম। ১৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম। ১৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বাবলি আকতার।
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ গতকাল বুধবার (২১ জুন) সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৪টি সংরক্ষিত আসনে মোট ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে মেয়র, ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নির্বাচিত করেন সিলেট মাহানগরবাসী।
ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কাউন্সিলর পদে নির্বাচিতদের মধ্যে ২০ জনই বর্তমান কাউন্সিলর। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৫টিতেই জিতেছেন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা। ফলে ৬০ শতাংশ ওয়ার্ডেই জয় পেয়েছে আওয়ামীলীগ । বিএনপি থেকে বহিষ্কৃত ৮ জন জয় পেয়েছেন কাউন্সিলর পদে। এছাড়া জামায়াত সমর্থিত ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। কয়েকজন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানা যায়নি।