বাসস
  ২২ জুন ২০২৩, ১৯:৩৩

শিশু হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদন্ড 

ঢাকা, ২২ জুন, ২০২৩ (বাসস) : রাজধানীর গেন্ডারিয়ায় আড়াই বছরের এক শিশুকে তিনতলার বারান্দা থেকে ফেলে হত্যার দায়ে একমাত্র আসামি জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি নাহিদকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে  কারাগারে পাঠানো হয়েছে। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর পুরান ঢাকার দীননাথ সেন রোডের ৫৩/১/ছ নম্বর চার তলা বাড়ির পাশে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকত আড়াই বছরের শিশু আয়েশা। ২০১৯ সালের ৫ জানুয়ারি বিকেলে বাসায় গ্যাস সংযোগ না থাকায় শিশু আয়েশার মা পাশের বাসায় রান্না করতে যান।  তখন আয়েশা একা রুমে ছিল। এক পর্যায়ে আয়েশার মা রুমে আসেন। তখন মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েন। সন্ধ্যার পর আশপাশের মানুষের চেঁচামেচি শুনে ছুটে যান বাসার পাশের গলিতে। সেখানে গিয়ে দেখেন ময়লার ট্রলির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মেয়ে। দ্রুত আয়েশাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। 
ঘটনার দু’দিন পর শিশুটির বাবা মো. ইদ্রিস বাদি হয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামি নাহিদ শিশুটিকে ধর্ষণের পর চারতলা বাড়ির তিনতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর নাহিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই নাহিদ কারাগারে আছেন।
২০১৯ সালের ১১ অক্টোবর পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান একমাত্র আসামি নাহিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ২৩ জনের মধ্যে ১৮ জন আদালতে সাক্ষ্য দেন।