শিরোনাম
টাঙ্গাইল, ২২ জুন, ২০২৩ (বাসস) : জেলার গোপালপুর উপজেলায় আজ ব্রিজ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরজু (৫০) ও স্ত্রী সম্পা বেগম (৪০)।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে রেলওয়ে ব্রিজ পার হয়ে বাড়ি ফিরছিলেন আরজু (৫০) ও স্ত্রী সম্পা বেগম (৪০)। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে কাটা পড়ে তারা দুইজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো
উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, দুপুরে ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে ট্রেনে কাটা পরে স্বামী-স্ত্রী মারা গেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।