বাসস
  ২৩ জুন ২০২৩, ১২:২৩

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চুয়াডাঙ্গা, ২৩ জুন, ২০২৩ (বাসস) : আজ চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাবেকসহ-সভাপতি নাসির উদ্দিন।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দোয়া ও দোয়ার পর সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।